২৫ মে, ২০২০ ১৪:৫০

নীলফামারীতে ঝড়ে একজন নিহত, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ঝড়ে একজন নিহত, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

দুই দফা ঝড়ে নীলফামারীতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে। 

গত রাত ১০টার দিকে প্রথম ঝড়ে জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ বাজারের একটি কাপড়ের দোকানের ওপর গাছ উপড়ে পড়ে মোসলেম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা গাছচাপা থেকে আরো তিন ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা করান।

এদিকে আজ ভোর ৫টার দিকে ২য় দফা ঝড়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে সহস্রাধিক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ফলে বৈদ্যুতিক সঞ্চালন লাইন বন্ধ রয়েছে। উঠতি ইরি-বোরো ধান ও আম, কলা বাগানের ক্ষতি হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর