২৫ মে, ২০২০ ২০:০২

ঈদের দিনে করোনা জয় করে বাড়ি ফিরলেন তিন জন

দিনাজপুর প্রতিনিধি

ঈদের দিনে করোনা জয় করে বাড়ি ফিরলেন তিন জন

ঈদের দিনে দিনাজপুরের বিরামপুরে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক নারীসহ তিন ব্যক্তি। এই তিনজনের গত ৯ মে করোনা শনাক্ত হয়। 

আজ সোমবার তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। করতালি ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে করোনা জয়ীদের অভিবাদন জানানো হয়।

গত ৯ মে তারা বিরামপুরে প্রথম তিন জন করোনা রোগী শনাক্ত হয় এবং সেদিন থেকেই তাদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেয়া হয়। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন থাকার পর আজ ঈদের দিন সোমবার দুপুরে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের উপস্থিতিতে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহতারিমা সিফাত তাদেরকে হাসপাতাল থেকে এ ছাড়পত্র প্রদান করেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সার্কেল এএসপি মিথুন সরকার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক প্রমুখ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা এখন সবাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাদের নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর