২৮ মে, ২০২০ ১৪:২৫

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বেড়েছে ঢাকাগামী মানুষের

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বেড়েছে ঢাকাগামী মানুষের

সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মে থেকে মহাসড়কগুলোতে সীমিত আকারে গণপরিবহন চলাচল করবে। এমন ঘোষণায় বুববার বিকেল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকাগামী মানুষের চাপ বেড়েছে। তবে গণপরিবহন চলাচল না করায় বিভিন্ন পন্থায় রাজধানীতে ফিরছে মানুষ।

বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে কোনো যাত্রীবাহী বাস বা গণপরিবহন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়ছে সড়কগুলোতে। তারা মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও তিন চাকার যানবাহন ভাড়া করে ঢাকার দিকে ছুটছে। গণপরিবহন চলাচল না করায় মহাসড়ক অনেকটাই রয়েছে ফাঁকা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর