৩১ মে, ২০২০ ২০:৫২

ঈদ সেলামির টাকা ডিসির ত্রাণ তহবিলে দিলো স্কুলছাত্রী

ফরিদপুর প্রতিনিধি

ঈদ সেলামির টাকা ডিসির ত্রাণ তহবিলে দিলো স্কুলছাত্রী

করোনার কারণে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাতেমা রহমান রুপন্তি। স্বজনদের কাছ থেকে পাওয়া ঈদ সেলামী এবং ঈদের নতুন পোশাক না কিনে সেই টাকা জমিয়ে তা তুলে দিয়েছে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের হাতে। 

রবিবার জেলা প্রশাসকের কাছে চার হাজার টাকা তুলে দেয় রুপন্তি। এ সময় তার মা উপস্থিত ছিলেন। রুপন্তির মা নাসরিন আক্তার জানান, টেলিভিশনে রুপন্তি দেখেছে করোনার কারণে মানুষ অসহায় অবস্থার মধ্যে রয়েছে। সেই অসহায় মানুষের কথা চিন্তা করে তার কাছে জমানো ৪ হাজার টাকা তুলে দেয়া হয়েছে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে। যা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা করা হয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ছোট্ট একটি মেয়ে অসহায় মানুষের কথা চিন্তা করে তার জমানো টাকা দিয়েছে। এটা একটা গর্বের বিষয়। আমাদেও ছেলে-মেয়েরা অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসছে এটা ভালো খবর। আমি রুপন্তিকে এজন্য ধন্যবাদ জানাই। 

রুপন্তি ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে টেপাখোলা এলাকার আব্দুর রহমান ও নাসরিন আক্তারের কন্যা। 

বডিি প্রতদিনি/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর