চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ককটেল হামলায় হেলাল উদ্দিন (২৮) নামে এক ব্যক্তি গুরুতর হয়েছেন। আহত হেলাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মোন্নাপাড়া মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে।
গতকাল সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে চাঁদলাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার পুলিশ ৪ জনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ৫/৬ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই নামোপাড়া ও মোন্নাপাড়া মহল্লার ইউসুফ ও সিয়ামের মধ্যে মেয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যা ৬ টার দিকে ইউসুফ গ্রুপের লোকজন প্রতিপক্ষ সিয়াম গ্রুপের হেলালকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে সে গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, পরে তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        