ঝিনাইদহে আগুনে পুড়ে গেছে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠান। আজ সকালে শহরের আরাপপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানান, সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে টায়ার ব্যবসায়ী আলেক মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে পুড়ে যায় টায়ার, চা দোকানসহ ৪টি দোকানের মালামাল। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার