৬ জুন, ২০২০ ২১:০৩

কুড়িগ্রামে পৃথক বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, নিখোঁজ নৌকা যাত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে পৃথক বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, নিখোঁজ নৌকা যাত্রী

প্রতীকী ছবি

কুড়িগ্রামে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছে আরও এক নৌকার যাত্রী। শুক্রবার বিকেলে ও রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম লাকি আক্তার (৩০) ও নিখোঁজ যুবকের নাম মফিজল ইসলাম (১৯)। 
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের বালুর গ্রামের গৃহবধূ লাকি আক্তার  নিজ বাড়ির বাইরে বৃষ্টি ও বজ্রপাতের সময় কাজ করতে যান। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে তাৎক্ষণিক ওই গৃহবধূর সেখানেই মৃত্যু হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের জমিয়ল মিয়ার স্ত্রী। 
 
অন্যদিকে,উলিপুর উপজেলার হাতিয়া এলাকার পালের ঘাট গ্রামে শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদে বজ্রপাতের সময় নৌকা থেকে পড়ে গিয়ে মফিজুল হক নামের এক যুবক নিখোঁজ হয়। নিখোঁজ যুবক কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। 
 
হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, শুক্রবার রাতে ২০-২৫ জন কৃষি শ্রমিক নৌকায় রৌমারী থেকে আসছিল। পালের ঘাট এলাকায় পৌঁছলে প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন তারা। এসময় আকস্মিক বজ্রপাতে নৌকার যাত্রী মফিজুল হক (১৮) নামে যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়। 
 
বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর