রংপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সজিব বাবু ও শিপন মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। সজিব বাবু ওরফে সাকিব (২৬) রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার তৈয়তপুর গ্রামের ননী গোপালের ছেলে এবং শিপন মিয়া (২২) একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মুয়াজ্জেম হোসেনের ছেলে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা এক নাবালিকাকে প্রেম নিবেদনসহ বিভিন্ন কু-প্রস্তাব দেয়। এতে সাড়া না দেওয়ায় গত ১২ জুন রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব বাবু ওই নাবালিকাকে বাড়ির পাশের একটি সুপারি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সেখানে উপস্থিত শিপন মিয়াও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নাবালিকার পরিবার থেকে ধর্ষণের অভিযোগ করা হলে র্যাব-১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার