খাগড়াছড়ির চেংগী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন তৎময় চাকমা (২২) নামে এক কলেজ শিক্ষার্থী। তিনি পানছড়ি সরকারী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার অক্ষয় মেম্বার পাড়া গ্রামের স্মৃতিময় চাকমার ছেলে।
জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চার বন্ধু মিলে শান্তিপুর রাবার ড্যাম এলাকায় জাল দিয়ে মাছ ধরতে এসে নিখোঁজ হয় তৎময়। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি। রাঙামাটি থেকে ডুবুরির একটি দল পানছড়ির উদ্দেশে রওয়ানা করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: দুলাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত দেয়নি।
বিডি প্রতিদিন/হিমেল