জাতীয়করণের আশায় দীর্ঘ ৩৪ বছর যাবত বিনা বেতনে চাকরি করছেন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘদিন বেতনহীন এসকল শিক্ষক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এবতেদায়ী মাদ্রাসগুলো জাতীয়করণের আশায় বিভিন্ন সময় মানববন্ধন অনশন করায় ২০১৮ সালের ১৬ জানুয়ারী সরকারের পক্ষ থেকে জাতীয়করণের আশ্বাস দিলেও আজও তা আলোর মুখ দেখেনি। এ অবস্থায় জাতির কারিগর শিক্ষকদের বর্তমান দুর্বিসহ অবস্থা বিবেচনা করে দ্রুত জাতীয়করণের দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির জেলার সভাপতি আব্দুর রাজ্জাক আনছারী ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সেখ জানান, জাতীয়করণের আশায় চাকুরী করে অনেক শিক্ষক শূন্যহাতে অবসরে গেছেন। অনেক শিক্ষক এখনো বিনাবেতনে শিক্ষাদান করে যাচ্ছে। শিক্ষকরা সরকারের প্রতিটি আদেশ-নিষেধ পালন করে যাচ্ছে। অথচ জাতির কারিগর শিক্ষকরা মানবেতর জীবনযাপন করলেও সরকার সুনজর দিচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল