মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা মৃতদেহ দুটি উদ্ধার করেছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকার ছানু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২/৩ দিন আগে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার দেলওয়ার হোসেনের মেয়ে কদমহাটা এলাকায় অসুস্থ নানিকে দেখতে আসে শামিমা বেগম (৯)। রবিবার দুপুর ১টার দিকে কদমহাটা গ্রামের ছানু মিয়ার মেয়ে সানজিদা আক্তারের (৭) সাথে শামিমা আঙিনায় খেলা করছিল।
কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে তারা বাড়ির দক্ষিণ পাশের পুকুরে ডুবে যায়। দুপুর দেড়টার দিকে তাদের খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখেন। পরে পানি থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো বোন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি মো. আবুল হাশিম বলেন, থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন