খুলনায় ডা. আব্দুর রাকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার ও কর্মচারী। আজ দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ডা. আব্দুর রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদসহ বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা। মনববন্ধন থেকে ডাক্তার রাকিব হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/আল আমীন