ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি নকল পণ্য কারখানায় অভিযান চালিয়ে ওই পণ্য পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ওই কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঝোটন চন্দ। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় নকল পন্য উৎপানদকারী যুবক ওবায়দুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝোটন চন্দ নকল পন্য কারখানার মালিককে ৮ ঘণ্টার মধ্যে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশনা জারি করেন।
রবিবার (২১.০৬.২০২০) সকালে আদালতে হাজির হয়ে ওই যুবক নিজের দোষ স্বীকার ও ভবিষ্যতে এ ধরনের নকল পন্য উৎপাদন না করার মুচলেকা দেওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা ক্যাবের তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের একটি নকল পন্যের কারখানায় থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় ইউএনও। এ সময় কারখানা থেকে বিভিন্ন নামকরা কোম্পানীর মোড়ক ও ১৫ প্রকার নকল পণ্য উদ্ধার করা হয়। এসব নকল পণ্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, সরিষার তেল, লাচ্ছা সেমাই, শিশু খাদ্য, হ্যান্ড স্যানেটাইজার, চানাচুর প্রভৃতি।
বিডি প্রতিদিন/হিমেল