খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে আধুনিক জেলা হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল চত্বরে বিএমএ ও জেলা হাসপাতালের ডাক্তাররা সামাজিক নিরাপত্তা বজায় রেখে ২ মিনিট নীরবতা কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিএমএ সাধারণ সম্পাদক ডা. কে, এম জোবায়ের গালীব, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তুলশী চন্দ্র রায়, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ বিএমএ আজীবন সদস্য ডা. আব্দুর রকিব খানের হত্যাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত বিচার আইনে মামলাসহ গ্রেফতার ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ করতে হবে। অন্যথায় আগামী ২৩ তারিখের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত