কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ করোনা ডেডিকেটেড ইউনিটে আরও পাঁচটি আইসিইউ সংযোজন করা হয়েছে। রবিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’র উদ্যোগে দেয়া নতুন পাঁচটি আইসিইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের ডা. মো. ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়।
এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হল। এর আগে গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। জনবল পেলে খুব দ্রুতই এই পাঁচটি আইসিইউ চালু করা হবে বলে জানান কুমেক হাসপাতাল উপ-পরিচালক।
বিডি প্রতিদিন/হিমেল