খুলনার দিঘলিয়ার টিপু শেখ হত্যা মামলায় জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়া ৫ আসামি আত্মসমর্পণ করেছেন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার তারা দিঘলিয়া থানায় আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকৃত আসামিরা হলেন- সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।
এর আগে জালিয়াতি করে জামিন নেওয়ার অভিযোগে গত ১০ জুন উচ্চ আদালত টিপু শেখ হত্যা মামলার ৫ আসামির জামিন বাতিল করেন। একই সঙ্গে তারা জামিনে বেরিয়ে গেলে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে আইনজীবীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। তারা আত্মসমর্পণ না করলে তাদের গ্রেফতারের জন্য খুলনা জেলা পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেন আদালত। এছাড়াও তাদের পক্ষে লড়াই করা আইনজীবী ভার্চুয়াল কোর্টে আপাতত মামলা পরিচালনা করতে পারবেন না বলেও নির্দেশ দেন আদালত।
খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, উচ্চ আদালতের নির্দেশের পর পুলিশ আসামিদের ধরতে তৎপর হয়। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করায় ভয়ে তারা রবিবার দুপুরে থানায় আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়।
উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলায় টিপু শেখকে অতর্কিত হামলা করে খুন করা হয়। পরে তার ছেলে আলমগীর শেখ থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার