মুজিববর্ষ উপলক্ষে রেজিস্টার্ডকৃত দেশের সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারলিপি প্রদান করেছে এবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মহিদুল শেখ, সহ-সভাপতি হাসমত আলীসহ অনেকে। বক্তারা মুজিব বর্ষ উপলক্ষে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মানবেতর জীবনের কথা ভেবে সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টিসহ হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল