দুই যুবকের মারামারি ঠেকাতে গিয়ে যশোরে এহসানুল হক ইমু (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
রবিবার রাত ৮টার দিকে শহরের খাজুরা বাস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে ওই এলাকার শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিল। এ সময় ইমু ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মারামারি দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে ঘটনাস্থলে যান এবং মারামারিরত এক যুবককে একটি থাপ্পড় দেন। তখনই ওই যুবক তার কাছে থাকা ছুরি দিয়ে ইমুকে কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমুকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তিনি।
হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার জিন্নাতুন নেসা জানান, ওই যুবকের পা, পেট, মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ইমু যশোর উপশহরের বি ব্লক এলাকার সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে। যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক মকলেছুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন