লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে সোহাগ নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় চতুর্থ শেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন প্রতিবেশী সোহাগ। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে বিষয়টি ইউএনওকে জানান। ইউএনও রাতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ড প্রাপ্ত যুবক বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ