করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার সুবিধার্থে ফেনী জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে স্থাপিত হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সেবা। সারা দেশেই মডেল হয়ে উঠেছে ফেনীর এই উদ্যোগ। ইতিমধ্যে চট্টগ্রাম ও নোয়াখালীতেও ফেনীর এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর উদ্যোগের সন্মুখযোদ্ধা হিসেবে সবাইর সামনে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম। আলাউদ্দিন চৌধুরী নাসিম এবং ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর উদ্যোগে প্রতিটি উপজেলায় এই হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। হাই ফ্লো অক্সিজেন করোনায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়া রোগীদের বাঁচাতে মুখ্য ভূমিকা পালন করে। এ কাজে স্ব-স্ব উপজেলার উপজেলা চেয়ারম্যানরা এই দুই নেতার উৎসাহে অর্থায়ন করছেন বলে জানা গেছে।
করোনা চিকিৎসা স্বাস্থ্য সেবায় ফেনী হতে যাচ্ছে দেশের অনুস্মরণীয় মডেল। ইতিমধ্যে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সেবা চালু করা হয়েছে। আলাউদ্দিন আহম্মেদ চৌধুরীর বাবা ও মায়ের নামে পরিচালিত সালেহ উদ্দিন আহম্মেদন্ডহোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন ইতিমধ্যে ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিটের জন্য ৪০ শয্যা হাই ফ্লো অক্সিজেন সেবা নিশ্চিতে ১০টি ম্যানিফোল্ড অক্সিজেন সিলিন্ডার, দুটি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, ৪০টি অক্সি-মিটার সরবরাহ করেছেন। এসব সামগ্রী করোনা রোগীদের শ্বাসকষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরই জেলার ৫ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সেবা চালু আওতায় আনার উদ্যোগ নেন নিজাম উদ্দিন হাজারীসহ নেতৃবৃন্দ। ইতোমধ্যে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে সহযোগীতা করায় ১৪জুন সেন্ট্রাল অক্সিজেন সেবা বা হাই ফ্লো অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
সেইসূত্র ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিজস্ব অর্থায়নে করোনায় শ্বাসকষ্ট হওয়া রোগীদের বাঁচাতে হাই ফ্লো অক্সিজেন চালুর জন্য রবিন এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। সেবা কার্যক্রম চালু করার জন্য ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছে ফেনী বিএমএ নেতৃবৃন্দ।
বিএমএর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ফেনী জেনারেল হাসপাতালের জন্য ইতোমধ্যে ২ টি ব্যাচে কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজলার জন্য আরো কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়ার কমসূচী হাতে নেয়া হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, ফেনী জেনারেল হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সেবা চালু রয়েছে। ইতোমধ্যে আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ১০টি বড় ম্যানিফোল্ড অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন। দুটি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন। যা সহসা পেয়ে যাব।
বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার জানান, এই চিকিৎসার ফলে করোনা আক্রান্তসহ ফেনীতে যেকোন মুমুর্ষ রোগী চিকিৎসা সেবায় উপকৃত হবে।
আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম জানান, দেশে করোনা সংক্রামণের প্রথম দিকে ভেন্টিলেশনের দিকে বেশি মনোযোগ ছিল। এটি মূলত সংকটাপন্ন রোগীদের জন্য জরুরী। করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টই প্রধান সমস্যা। এই বিবেচনায় তিনি প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এই চিকিৎসার উদ্যোগ নেন। সংক্রমিত রোগীদের ক্ষেত্রে এর সুফল দেখে তিনি সেবাটি সম্প্রসারণের চিন্তা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন