কক্সবাজারের টেকনাফে রেডজোনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। গতকাল মধ্যরাত থেকে বাড়ানো এই সময় ২৮ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
রবিবার বিকালে উখিয়া উপজেলা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন।
উখিয়ায় প্রথম দফায় গত ৭ জুন মধ্যরাত থেকে ২১ জুন মধ্যরাত পর্যন্ত রেড জোন ঘোষিত এলাকায় ১৪ দিনের লকডাউন জারিকরা হয়েছিল।
টেকনাফ পৌরসভার ২, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় চলমান লকডাউনের সময়সীমা গতকাল মধ্যরাত থেকে ২৮ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, রবিবার এক জরুরি ঘোষণায় লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে গত ৮ জুন হতে ২১ জুন পর্যন্ত লকডাউন চলছিল।
বিডি প্রতিদিন/আরাফাত