বরগুনা পৌরসভার ৯ ওয়ার্ডসহ বসতবাড়ি, সরকারি-বেসরকারি অফিস পাড়ায় আজ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন মশক নিধন কার্যক্রমের উদ্ভোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জালাল উদ্দিন, কাউন্সিলর আল-আমিন, মনিরুজ্জামান জামাল, আতাউর রহমান বাবুল, পাবলিক পলিসি ফোরামের আহবায়ক মোঃ হাসানুর রহমান ঝন্টু, পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বাসা-বাড়িতে মশক নিধনের ঔষধ দেয়া হবে ইনশাল্লাহ। পর্যাপ্ত ঔষধ আমরা এনেছি। পাশাপাশি পৌর নাগরিকদের নিজেদের বাসা-বাড়িতে যাতে পানি জমে ডেঙ্গু মশার বিস্তার না হয় এজন্য তাদেরকেও দায়িত্ব পালনের আহবান জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ