সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিভিন্ন মার্কেটের কসমেটিকস (প্রসাধনী) ব্যবসায়ীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে শিমরাইল তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ সমিতির কমিটি গঠন করা হয়।
এর আগে সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে আল রাসেল মুন্সীকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জহিরুল কবির, সহ-সম্পাদক মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ হোসেন, কোষাধ্যক্ষ জিএম হাবিবুল্লা, সহ-কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শরীফ হোসেন, দফতর সম্পাদক তারেক আজিজ, কার্যকরী সদস্য মো. মাহবুব হোসেন ও আব্দুল হাকিম বাবু প্রমূখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম