পটুয়াখালী সদরে খাদিজা আক্তার মিতু (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পূর্ব জৈনকাঠী এলাকার স্বামীর বসতঘরের বেড রুম থেকে লাশ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মিতুর স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ আখতার মোর্শেদ বলেন, এলাকাবাসীর দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে ঘরের খাটের উপর থেকে মিতু নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতের যে কোন সময় মিতুর মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আসল কারণ বলা যাচ্ছে না। মিতুর স্বামী পলাতক থাকায় বিষয়টি রহস্যজনক এবং তাকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানায়, জৈনকাঠী ইউনিয়নের পূর্ব জৈনকাঠী গ্রামের মোঃ রশিদ মারওয়ান এর ছেলে মোঃ রফিকুল ইসলামের সাথে দেড় বছর পূর্বে বিয়ে হয় একই ইউনিয়নের কৌড়াখালী ফেদাই নগর এলাকার বাসিন্দা মোঃ কবির মৃধার মেয়ে মিতু’র। মিতুর স্বামী রফিক ঢাকায় একটি পাওয়ার প্লান্টে চাকরি করে। কয়েক মাস যাবত রফিক বাড়িতেই ছিল। মিতুর ২ মাসের একটি ছেলে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার