অধিক হারে সংক্রমণের কারণে খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে পরীক্ষামূলক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জুন রাত ১২টা থেকে পরবর্তী ২১ দিন এসব জায়গায় বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। প্রবেশ পথগুলোতে প্রতিবন্ধকতা দেওয়া হবে যাতে বাইরে থেকেও কেউ ঢুকতে না পারে। আগামী দুইদিন মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হবে।
সোমবার করোনাভাইরাস সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লকডাউনে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন