গাজীপুরে কোনাবাড়ীর রাজাবাড়ি এলাকায় ভাঙ্গরির গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে দুইটি গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ জানান, মঙ্গলবার ভোররাত তিনটা ৫৫ মিনিটের দিকে তোজামের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের আমিনুুল ইসলামের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটিসহ ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিভানোর কাজ শেষ হয়। এতে টিনশেডের তৈরি গোডাউনে থাকা বিপুল পরিমাণ ভাঙ্গরি ও ঝুট মালামাল পুড়ে গেছে। এছাড়াও আগুনের তাপে পাশের অটোরিকশা চার্জ দেওয়ার গ্যারেজের ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
তবে গোডাউন মালিকদের দাবি আগুনে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ