নেত্রকোনা জেলা শহরের আনন্দ বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দাদের জালে ধরা পড়ল নকল ঔষধসহ এক ব্যবসায়ী।
আটককৃত ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) জেলার পূর্বধলা উপজেলার নবনারায়ণপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জুয়েল বিভিন্ন দোকানে দোকানে ঔষধ সরবরাহ করে আসছিলো।
কিন্তু ঔষধ ব্যবসার আড়ালে সে নেশা জাতীয় দ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য সংগ্রহ করে গোয়েন্দারা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আনন্দ বাজার আলভি মেডিকেল হলে এ অভিযান চালানো হয়।
এ সময় দোকান থেকে ৩৫ রকমের নকল, অনুনোমোদিত, মেয়াদ উত্তীর্ণ, যৌন উত্তেজকসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত সকল ঔষধ ও আটককৃত জুয়েল মিয়াকে ওই রাতেই আনুমানিক ১১টার দিকে নেত্রকোনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার রাতের এ অভিযান পরিচালনা করেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নেত্রকোনার উপ পরিচালক তৌফিকুর রহমান, ফিল্ড অফিসার আশরাফুল আলম এবং পর্যবেক্ষক কামরুজ্জামান রনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ