ফলদ, ওষুধি, বনজ ও বিলুপ্ত প্রজাতির ৬৫ হাজার গাছের চারা বিরামপুরে রোপণ করার কর্মসূচি নিয়েছে স্থানীয় বন বিভাগ। সুফল প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ও জোতবানি দুটো ইউনিয়নের মাঠে নির্মিত ক্যানেলের পাড়ে গাছগুলো রোপণ করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ২০ হাজার ৩২৫টি চারা বিতরণ করা হবে।
রবিবার বিকেলে বিরামপুর উপজেলার পাইলট স্কুল মাঠে নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি শিবলী সাদিক।
চরকাই রেঞ্জ কার্যালয় জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সুফল প্রকল্পের আওতায় এবার বিরামপুর উপজেলার বিনাইল ও জোতবানী ইউনিয়নের ১৫ কিলোমিটার ক্যানেলের পাড়ে ৫০ হাজার ফলদ, ওষুধি, বিলুপ্ত প্রজাতি ও বনজ চারা রোপণ করা হবে। এছাড়াও কেটরা শাল বনের ভেতরে ১৫ হাজার শাল সহযোগী গাছ রোপণ কারা হয়েছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ২০ হাজার ৩২৫টি গাছ বিনামূল্যে বিতরণ করা হবে।
এ সময় বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, বিট কর্মকর্তা আব্দুল বারিক, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন