করোনা পরীক্ষায় আরোপিত ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেল কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, জেলা শ্রমিকফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল মিলসের শ্রমিক নেতা নুরুল হক ও জেলা ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি শন্তু মিত্র। বাসদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদীর জেলা আহ্বায়ক সাইদুর রহমান।
বক্তারা বলেন, করোনা পরীক্ষায় এমনিতেই দীর্ঘসূত্রিতার কারণে রিপোর্ট পেতে দেরি হয়। প্রয়োজনের তুলনায় নমুনা সংগ্রহ কম হওয়ায় অনেকেই পরীক্ষা করাতে পারছেন না। এর উপর করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করা হলে অসহায়-দরিদ্র মানুষ করোনা পরীক্ষা থেকে বঞ্চিত হবেন।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার করোনা পরীক্ষার পরিমাণ কমানোর জন্যই ফি আরোপ করেছে। করোনা মহামারী থেকে বাঁচতে করোনা পরীক্ষার আরোপিত ফি প্রত্যাহার এবং করোনা চিকিৎসা ও পরীক্ষায় সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে। সরকার অবিলম্বে করোনা পরীক্ষার ফি প্রত্যাহার না করলে জনস্বার্থে বাসদ কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে সমাবেশে হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/ফারজানা