বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টির পানি জমে থাকা খাদে পড়ে মিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কুড়িগাতী গ্রামের মারা যায় সে। মিনা খাতুন একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম জানান, কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগাঁতি গ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে খাদে পানি জমে আছে। মঙ্গলবার দুপুরের দিকে খাদের পাশেই খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে অসাবধানতাবশত খাদের পানিতে পড়ে শিশুটি মারা গেছে। বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিডি প্রতিদিন/আল আমীন