জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় গর্ভবতী নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সকালে ১১ পদাতিক ডিভিশনের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি ও ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে জেলার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কাদিরাবাদ সিএমএইচ এর সহযোগিতায় ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসকগণ তিনশ গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
এ সময় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রোনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম