২ জুলাই, ২০২০ ২০:২২

স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ ও পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ ও পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি

সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং জ্বালানির মূল্য বৃদ্ধির সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। 

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী দলের নেতা সাইদুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক বিরেন রায়, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সি। 

বক্তারা স্বাস্থ্যখাতে সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ করে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং যখন তখন গ্যাসের দাম বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারের দাবি জানান। 

বিডি প্রতিদিন/আল আমীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর