৩ জুলাই, ২০২০ ২০:৩৮

সুন্দরবনে পুলিশের বিশেষ অভিযান শুরু

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে পুলিশের বিশেষ অভিযান শুরু

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ আহরণ করা ‘বিষ দস্যু’দের দমনে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবন বিভাগের ফুয়েল জেটি থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে রয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সাথে রয়েছে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবালসহ মোংলা শরণখোলা থানা পুলিশের সদস্যরা। সুন্দরবন কেন্দ্রীক বিষ দস্যুতা বন্ধ না হওয়া পর্যন্ত বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।   

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র্র রায় বলেন, সুন্দরবনকে আমরা সেই রকম একটি সুন্দরবন রূপান্তরিত করবো, যেটি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দু হবে। সেটি করতে গেলে শুধু সুন্দরবনে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে নয়, যারা বনদস্যুতা করে, বাঘ-হরিণ শিকার করে তাদের প্রতি আমাদের কঠিন নিষ্ঠুরতা থাকবে। তাদের সবার প্রতি আমাদের একটাই কথা থাকবে তোমরা ভালোর পথে ফিরে আসো, নয়তো তোমাদের কষ্ট ভোগ করতে হবে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর