৫ জুলাই, ২০২০ ১৬:২৭

টুঙ্গিপাড়ায় চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি:

টুঙ্গিপাড়ায় চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সেখানকার চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন।

রবিবার সকাল থেকে তারা তাদের কর্মবিরতি শুরু করেছেন। দোষী ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাদের কর্মবিরতী পালন করে যাবেন বলে জানিয়েছেন।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে সাড়ে ৮টার দিকে ওই রোগী মারা যায়।তাকে চিকিৎসা দিতে দেরী হয়েছে এমন অযুহাতে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে রোগীর স্বজনরা শারিরীকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গতকালই (শনিবার) টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর