৬ জুলাই, ২০২০ ১৩:০১

মুন্সীগঞ্জের পদ্মার পানি ঢুকে শতাধিক বাড়ি ও সড়ক প্লাবিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের পদ্মার পানি ঢুকে শতাধিক বাড়ি ও সড়ক প্লাবিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ভাগ্যকূলে ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সোমবার জেলার পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে। মাওয়ায় ১৩ সেন্টিমিটার বেড়ে পদ্মার পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মা অববাহিকার নিম্নাঞ্চলের জনপদগুলো প্লাবিত হয়েছে। চরাঞ্চলের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দ্রুত পানি আসার কারণে আমন ধানসহ বহু ফসলের ক্ষতি হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড আরো জানায়, রবিবার মাওয়ায় পদ্মা পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সেটা আরো বেড়েছে। এখানে পদ্মার পানিতে স্রোত মারাত্মক আকার ধারণ করেছে। তাই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মাতীরে হাসাইল-বানারী, কামারখারা, দিঘিরপাড়, পাঁচগাঁও, সদর উপজেলার শিলই, বাংলাবাজার, আধারা লৌহজং উপজেলার কলমা, লৌহজং-তেউটিয়া, গাঁওদিয়া, হলদিয়া, কনকসার, কুমারভোগ ও মেদিনীমন্ডলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পদ্মার তীরে বাঁধ না থাকায় লৌহজংয়ের মেদেনীমণ্ডল ইউনিয়নের দুটি গ্রামের শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। সেইসাথে মাওয়া থেকে কান্দিপাড়া ও যশলদিয়া গ্রামে চলাচলের বিকল্প সড়কটি ভাঙনের মুখে রয়েছে। ফলে এলাকাবাসী বিপাকে পড়েছেন।
 
লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, বাঁধ নির্মাণ ও রাস্তা মেরামতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর