৬ জুলাই, ২০২০ ১৭:০৮

লাকসামে নতুন করে করোনায় আক্রান্ত ৯ জন

লাকসাম প্রতিনিধি

লাকসামে নতুন করে করোনায় আক্রান্ত ৯ জন

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আজ সোমবার এক শিশুসহ নতুন ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে করোনায় আক্রান্ত ২৪৯ জন। প্রাপ্ত রিপোর্টে তিনজনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পুনরায় পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে জানা যায়, সোমবার লাকসামে সর্বমোট ৪৮টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে নতুন ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, বাকি ৩৯টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৭ পুরুষ, একজন নারী ও চার বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। এছাড়া তিনজনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। উপজেলায় নতুন ৯ জনসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪৯ জনে দাঁড়িয়েছে।

লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১২৩৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১১৬৪টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৯১৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো ৭২টি রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। এখানে করোনায় মারা গেছেন সর্বমোট ৮জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন। অন্যদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।  

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসামে প্রতিদিনই করোনায় আক্রান্তের রিপোর্ট আসছে, যা উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর