৬ জুলাই, ২০২০ ১৭:২৭

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের একটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ ও ৫ দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, সোমবার গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার এতে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাজার এলাকার  সোহাগ, মোহাম্মদ রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউর রহমানের দোকান/গুদামে অভিযান চালিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সর্বমোট ২.২  মেট্রিক টন অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। 

এ সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর