৮ জুলাই, ২০২০ ১৬:২৫

ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ

ফেনীর মৎস্য আড়ত থেকে ৫ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ মৎস্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মাছ হিজড়া সম্প্রদায়, বেদেপল্লী, আশ্রয়ন প্রকল্প ও এতিম খানায় বিতরণ করা হয়। 

বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান জানান, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন এন্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ সংশোধিত ধারায় আফ্রিকান মাগুরের আমদানি, বিপনন ও উৎপাদন উৎপাদন নিষিদ্ধ করা হয়। তাই বিপননের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা মৎস কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এই আফ্রিকান মাগুর মাছ রাক্ষুসে। এ প্রজাতির মাছ পুকুরের অন্য সব জীব খেয়ে জীব বৈচিত্র ধ্বংস করে ফেলে। 

অভিযান শেষে উদ্ধারকৃত মাছ শহরের রাণিরহাটে বসবাসরত হিজড়া সম্প্রদায়, লালপোলের বেদে পল্লী, ধর্মপুর আশ্রয়ন প্রকল্প ও এতিমখানার প্রায় ২ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর