মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে ১৩৪ জন শিক্ষক-কর্মচারির মধ্যে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকার প্রনোদনার চেক বিতরণ করা হয়। এ সময় ৯৬ জন নন-এমপিও শিক্ষকদের ৫০০০ টাকা করে ও ৩৮ জন কর্মচারিকে ২৫০০ টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রণোদনা চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        