রাজবাড়ীতে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুর জব্বার, রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমাডিং অফিসার ল্যাফটেনেন্ট কর্ণেল মঞ্জুরুল হক, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলিউজ্জামান চৌধুরী টিটো, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুজ্জামন চৌধুরী আসাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাপ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলম শফি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সরকারী কর্মকশিনের চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন বলেন, কুইক রেসপন্স টিম তৈরি করে তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত করোনা রোগীদের সাহায্য করতে হবে। তা না হলে কোন ক্রমেই করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে না। ত্রাণ বিতরণ নিয়ে তিনি বলেন সরকারী ত্রাণ সহায়তা যেন প্রকৃত অসহায় ব্যক্তিরা বাদ না পরে সেজন্য আমাদের সমন্বয় করে কাজ করতে হবে। করোনা পরবর্তী সময়ে রাজবাড়ীর কৃষি ব্যবস্থা যেন শক্ত অবস্থানে থাকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও এমপি পুত্র মো. আশিক মাহমুদ মিতুল। পাংশা-বালিয়াকান্দি-কালুখালীতে করোনার সময়কালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ সমন্বয় করে কাজ করছে বলে সচিবকে আসস্ত করেন।
করোনাভাইরাস মোকাবেলায় রাজবাড়ীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেত্রীবৃন্দের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন সরকারী কর্মকমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        