১৩ জুলাই, ২০২০ ২১:৩৮

নীলফামারীতে ৩০৮ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ৩০৮ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা প্রাদুর্ভাবে সংকটে থাকা সংগলশী ইউনিয়নের ৩০৮টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির উদ্যোগে। সোমবার বিকেলে সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি। 

এতে উপজেলা সমবায় কর্মকর্তা মনজুর মোর্শেদ, সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান, গুড নেইবারস নীলফামারী  সিডিপি ব্যবস্থাপক জিয়াউর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা অব্রাহাম বালা উপস্থিত ছিলেন।  

সুবিধাভোগীদের দেওয়া প্যাকেটে প্রতি ছিলো ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ২টি ডেটল সাবান।   

গুড নেইবারস ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি এবং স্থানীয়দের আর্থিক সহযোগিতায় করোনা প্রাদুর্ভাবে সংকটে থাকা দরিদ্র পরিবারগুলোর মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর