বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজার থেকে ১০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।
বাজারে এক শ্রেণির অসাধু মাছ বিক্রেতা নিষিদ্ধ বিষাক্ত পিরানহা মাছ বিক্রি করে আসছিল।
আজ বিশ্বস্ত সূত্রে উপজেলার কড়ইবাড়িয়া বাজারে পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম অভিযান চালান।
অভিযানের সংবাদ পেয়ে মাছ বিক্রেতা সটকে পড়ে। এসময় বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি বিষাক্ত পিরহান মাছ উদ্বার করা হয়।
স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, উপকূলের বিভিন্ন বাজারে এক শ্রেণির অসাধু মাছ বিক্রেতা সহজ সরল মানুষকে রুপচাদা মাছ বলে পিরানহা মাছ দিয়ে দিচ্ছে।
মাছ না চেনার কারণে অনেকে এই বিষাক্ত মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এই মাছ খেলে জীবন বিপন্ন হবার আশঙ্কা রয়েছে, যার জন্য এ মাছ বিক্রি মজুদ সরকার নিষিদ্ধ করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত