বগুড়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রয়াত আব্দুল মান্নান এমপির রুহের মাগফেরাত কামনা করে বলেছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। তিনি প্রয়াত আব্দুল মান্নান এমপির অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে চায়।
রবিবার দুপুর ১২টায় বগুড়ার হাটশেরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সকলের সহযোগিতায় তিনি এমপি নির্বাচিত হয়েছেন। আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
হাটশেরপুর সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুখু, হাটশেরপুর সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল ওয়াকি শিলু প্রমুখ।
সাহাদারা মান্নান এমপি পরে খোর্দ্দবলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও সকাল ১০টায় সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ ভবনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন। এসময় সারিয়াকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল কাফীসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালে তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত