পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার লাকসাম অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। চলমান করোনা দুর্যোগে অন্যান্য বছরের তুলনায় কাজের পরিমাণ কিছুটা কম হলেও সন্তোষের কথা জানান তারা।
জানা যায়, লাকসাম উপজেলার দৌলতগঞ্জ, মুদাফরগঞ্জ, বিজরা বাজার, মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও, বাইশগাঁও, হাসনাবাদ, লক্ষনপুর, খিলা, নাথেরপেটুয়া ও বিপুলাসার বাজার এবং নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা, মক্রবপুর, বক্সগঞ্জ, দোলখাঁড়, আদ্রা ও ঢালুয়া বাজারে কামার সম্প্রদায়ের তৈরী দেশীয় লৌহজাত যন্ত্রপাতির ব্যবসা রয়েছে। এ সম্প্রদায়ের লোকজন এলাকার চাহিদা মিটিয়ে অন্য এলাকার হাট-বাজার গুলোতে ওইসব যন্ত্রপাতি বিক্রি করে জীবিকা নির্বাহ করে চলেছে।
লাকসাম দৌলতগঞ্জ বাজারসহ কয়েকটি বাজার ঘুরে কামার শিল্পীদের ব্যস্ততা দেখা গেছে। সারাক্ষণ হাতুড়ি পেটার শব্দে মুখরিত কামার দোকানের আশেপাশের এলাকা। এ অঞ্চলের কামার সম্প্রদায়ের লোকজন লৌহ ও স্টিলসহ বিভিন্ন ধাতবদ্রব্য দিয়ে পশু জবাইয়ের প্রয়োজনীয় ওইসব দেশীয় হাতিয়ার তৈরির মাধ্যমে পূর্ব পুরুষদের পেশা আঁকড়ে ধরে রেখেছেন। বছরের অন্যসময় তাদের ব্যবসায় মন্দাভাব বিরাজ করলেও ঈদুল আজহাকে সামনে রেখে তাদের চোখে মুখে হাসির ঝিলিক।
বিডি প্রতিদিন/ফারজানা