লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদের দাওয়াত খেতে মামার বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় স্মৃতি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্মৃতি আক্তার জেলার কালিগঞ্জ উপজেলার চকিশাল চামটা এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে স্মৃতি তার পরিবারের সাথে ঈদের দাওয়াত খেতে মামার বাড়ি মিলন বাজারে যাচ্ছিল। এ সময় মিলন বাজার তুলার মিল এলাকায় অটো থেকে নেমে অটোর ভাড়া দেয়ার সময় একটি মোটরসাইকেল স্মৃতিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্মৃতিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে হাতীবান্ধায় ঈদের বিকেলে পুকুরের পানিতে ডুবে হাবিবুল্লাহ্ (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ্ ওই এলাকার আব্দুল করিমের পুত্র।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে গোসলের পর খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পরে যায় হাবিবুল্লাহ্। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন