জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে শোক র্যালি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ২০,০৭, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বেলা ১১ টায় শহরের চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় স্বাস্থ্যবিধি মেনে শোক র্যালি বের করে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামের নেতৃত্বে র্যালিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম রতন, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ মুকুল, শাহিদুজ্জামান মনা, নুরুল আলম, শিপন সরকার, লিটন প্রামানিক প্রমুখ। র্যালি শেষে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রিয় বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলনা শাহাদত হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল