৯ আগস্ট, ২০২০ ১৯:৪৫

কুমিল্লা মেডিকেলে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেলে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী আছেন। মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন এক পুরুষ ও এক নারী। বাকিদের করোনা উপসর্গ ছিল। 

রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এ তথ্য জানান।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার নুরুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম (৬২), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল মান্নানের ছেলে নুরুল আমিন (৬০)। 

উপসর্গে মারা গেছেন, কুমিল্লার মনোহরগঞ্জের আবদুল গফুরের ছেলে জসিম উদ্দিন (৫৫), কুমিল্লা সদর উপজেলার বড়চৌ এলাকার মোশারফ হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও কুমিল্লার বরুড়া উপজেলার শৈলখালী গ্রামের আনু মিয়ার ছেলে শফিকুর রহমান (৬০)। 

উল্লেখ্য, এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৩২০ জন মারা গেছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর