১১ আগস্ট, ২০২০ ১৭:৫৮

ঠাকুরগাঁওয়ে মাছের সাথে শত্রুতা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাছের সাথে শত্রুতা

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে শত্রুতা বসত একটি পুকুরের পোনা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রামরায় দিঘীর প্রবেশ পথে থাকা কোদাঁল ডোবা দিঘীতে পোনা মাছ গুলো মারা গিয়ে পানিতে ভেসে থাকতে দেখা যায়।

পুকুরটিতে বিভিন্ন প্রজাতের পোনা মাছ ছিল। ঘটনাটি সোমবার দিবাগত রাতের কোন এক সময় দুস্কৃতিকারীরা ঘটিয়েছেন বলে ধারণা করছেন পুকুরের মালিক।

পুকুরটির মালিক মনির হোসেন জানান, কি কারণে পুকুরের মাছগুলো এভাবে মরে গিয়ে হঠাৎ ভেসে উঠছে। তা বুঝে উঠার আগেই অধিকাংশ পোনা মাছ মারা যায়। পরে আমি উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করি। উপজেলা মৎস্য সহকারী অফিসার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে জানান, পুকুরটিতে গ্যাস ট্যাবলেট কিংবা বিষ প্রয়োগ করা হয়েছে। তাই মাছগুলো এভাবে মারা গেছে।

উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এতগুলো মাছ বিষাক্ত কিছু প্রয়োগ ছাড়া তো এভাবে মারা যাওয়ার কথা না। পরীক্ষা নিরীক্ষা করলে কিভাবে মারা গেছে সে রহস্য উন্মোচন হবে বলে তিনি মন্তব্য করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর