ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামে আসমা (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শান্তিবাগের মুজাম্মেল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারুয়া গ্রামে খৎনার দাওয়াতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। তারপর দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
এদিকে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে নোহা (৪) নামক এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার