১৫ আগস্ট, ২০২০ ১৪:১৫

শোক দিবসে নেত্রকোনায় চিকিৎসা সহায়তার চেক বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

শোক দিবসে নেত্রকোনায় চিকিৎসা সহায়তার চেক বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্যান্সার ও কিডনিসহ বিভিন্ন রোগে মারা যাওয়া ৪১ জন ব্যক্তির নমিনিকে ২০ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে মোক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। 

অনুষ্ঠানে ক্যান্সার ও কিডনিসহ জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের উত্তরসূরিদের নিকট এই চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক নমিনি ৫০ হাজার টাকার চেক পান।

জানা যায়,  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিমন্ত্রী এ পর্যন্ত জেলার ৫৪৭ জনকে ৫০ হাজার করে মোট ২ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা-ভাতা প্রদান করেছেন।

জেলা সমাজ সেবা উপ-পরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান,  পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনাসহ অন্যান্যরা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর